সমাবেশে জনসম্পৃক্ততা দেখে ভয় পেয়েছে সরকার : মন্তব্য বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৫:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
রংপুরে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। মহাসচিব মির্জা ফখরুলসহ যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শুরুর দু’ঘন্টা আগেই কালেক্টরেট ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে গেলে সমাবেশ শুরু হয়। ঢল নামে লাখো নেতাকর্মী ও সমর্থকের। পরিবহন ধর্মঘট থাকলেও বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলবল নিয়ে পায়ে হেঁটে এবং শত শত ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যানে করে সমাবেশস্থলে উপস্থিত হন তারা। বিএনপির কেন্দ্রীয় নেতারা মন্তব্য করেন, সমাবেশে জনসমর্থন দেখে ভয় পেয়ে গেছে সরকার।
পূর্ব ঘোষণা অনুযায়ী রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হয় নির্ধারিত সময়ের আগেই। কর্মসূচিতে স্বতস্ফূর্তভাবে যোগ দেন আশপাশের জেলা উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা। মিছিলের নগরী পরিণত হয় রংপুর।
বিএনপির কর্মসূচি বানচালে শুক্রবার থেকে ওই অঞ্চলে চলছে পরিবহন ধর্মঘট। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিভাগীয় গণ সমাবেশে অংশ নিয়েছেন তারা। অনেকেই বিকল্প উপায়ে একদিন আগেই অবস্থান নেন সমাবেশ স্থল রংপুর কালেক্টরেট মাঠে। পায়ে হেটে, রিক্সা, ভ্যান ও অটোরিক্সা নিয়ে যে যেভাবে পেরেছেন যোগ দিয়েছেন জনসভায়। তবে পথে তাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।
এই সমাবেশের মাধ্যমে তাদের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোচ্চার নেতাকর্মী ও সমর্থকরা। সরকার বিএনপির সমাবেশে জনগণের সম্পৃক্ততা দেখে ভীত হয়ে পড়েছে বলেও মন্তব্য নেতাদের।
নানা ভোগান্তির পরও সমাবেশে যোগ দিতে পেরে খুশি নেতাকর্মীরা।