সমালোচকদেরও টিকা গ্রহণের আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশে শুরু হলো করোনা ভাইরাসের ভ্যাক্সিন প্রদান কার্যক্রম। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অনেক দেশকে পেছনে ফেলে বাংলাদেশে এতো দ্রুত টিকা প্রদানকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন তিনি। যারা ভ্যাক্সিন নিয়ে সমালোচনা করেছে, তাদেরকেও টিকা গ্রহণের আহবান জানান প্রধানমন্ত্রী।
ভারত থেকে আনা করোনা ভাইরাসের প্রথম টিকা গ্রহণ করলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। একে একে আরো টিকা নেন একজন করে চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা, পুলিশ সদস্য ও সেনা কর্মকর্তা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বক্তব্যে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে গতি অব্যাহত রাখতে প্রণোদনা ও চিকিৎসায় সরকারের ভুমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মানুষের মৌলিক অধিকার পূরণে সেবক হয়ে সরকার দায়িত্ব পালন করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রয়োজনীয় সংখ্যক টিকা আমদানি করতে প্রস্তত সরকার।
জনগণের স্বার্থ সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিনের বন্দোবস্ত করেছে সরকার, তবুও সমালোচকদের নেতিবাচক ভুমিকা নিয়ে আক্ষেপ করেন প্রধানমন্ত্রী।
উপহারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এখন থেকে করোনার ভ্যাক্সিনের জন্য সুরক্ষা এ্যাপে অনলাইন নিবন্ধন করা যাবে।