সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার
- আপডেট সময় : ০১:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ২৩০১ বার পড়া হয়েছে
শপথ নেয়ার দুই মাসেরও বেশি সময় পার করেছে অন্তর্বর্তী সরকার। তবে এখনোও শৃঙ্খলা ফেরেনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে, বেড়েছে নিত্যপণ্যের দামও। এসব বিশৃঙ্খলার পিছনে প্রশাসনে বসে থাকা স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের দায়ি করছেন বিএনপির সিনিয়র নেতারা। নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই বলেও জানান তারা। আর বিশ্লেষকরা বলছেন, সরকারের মধ্যে সমন্বয়হীনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর স্বার্থকে প্রাধান্য না দেয়ায় অন্তবর্তী সরকার উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছেনা।
শপথ নেয়ার প্রায় তিন মাস হতে চললো অন্তর্বর্তী সরকারের। এরই মধ্যে গঠন করা হয়েছে ১০ টি সংস্কার কমিশন।
আইনশৃঙ্খলা কিছুটা স্বাভাবিক হলেও বেড়েছে নিত্যপণ্যের দাম। পাশাপাশি বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার।
সরকারের উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ার পেছনে প্রশাসনে থাকা আওয়ামীলীগের লোকজনকে দায়ী করেন বিএনপি নেতারা।
আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত কম সময়ে কোন সরকারের সাফল্য ব্যর্থতা পরিমাপ করা যায় না। তবে সঠিক পরিকল্পনার মধ্যেমে আইনশৃঙ্খলার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে সফলতা দেখাতে পারতো অন্তর্বর্তী সরকার।