সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের
- আপডেট সময় : ০২:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
সমালোচনা যেন পিছু ছাড়ছে না সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের। বৃহস্পতিবার তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান। পরে সন্ধ্যায় ধানমণ্ডি থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়েরি করেন তিনি।যার নম্বর ৩৩৪।
জিডিতে তার স্ত্রী উল্লেখ করেন, ডা. মুরাদ হাসান সন্তানদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এ সময় ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ আসার আগেই সে বাসা থেকে পালিয়ে যায়।এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি জানান, ডা. মুরাদ হাসানের স্ত্রী সন্ধ্যায় ধানমণ্ডি থানায় জিডি করেছেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ এনেছেন।এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি। তবে তার ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। গত বছরের শেষ দিকে এক অভিনেত্রীর সঙ্গে ডা. মুরাদ হাসানের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৭ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি।