সম্প্রদায় ভিত্তিতে নয় চিন্ময়কে রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার: উপদেষ্টা আসিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১৫৩০ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
রংপুরের পীরগাছার পাওটানা কলেজ মাঠে মতবিনিময় সভা এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে-না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনও একটি মহল সক্রিয়। বলেন তারা বিনা সুদে ঋণ দেয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিলো। এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেফতারও করা হয়েছে। এছাড়াও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪’র আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবেই আইনের আওতায় আনা হবে বলেও জানান এ উপদেষ্টা।