সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
দেশে প্রতিনিয়ত সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। রাস্তায় ঝরছে তাজা প্রাণ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন অনেকে।
মৌলভীবাজারের শেরপুরে ডিউটি শেষে ফাঁড়িতে ফেরার সময় বাসচাপায় পুলিশ কনস্টেবল রাগীব নিহত হয়েছেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার গ্রীস নগর গ্রামে। আহত হয়েছেন কামরান মিয়া ও আনিস মিয়া নামের দু’জন কনস্টেবল। শেরপুর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে চালক পলাতক।
সিরাজগঞ্জের সলঙ্গায় বাস চাপায় মেহজাবিন নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।