সময় যত অতিবাহিত হচ্ছে ততই সংক্রমণের হার যেন বেড়েই চলছে
- আপডেট সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সময় যত অতিবাহিত হচ্ছে ততই সংক্রমণের হার যেন বেড়েই চলছে। করোনা সংক্রমণের লাগামটানতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো। রাজধানীর অধিকাংশ হাসপাতালের বেডগুলো ইতিমধ্যে রোগীতে ভর্তি হয়ে গেছে। তারপরও থেমে নেই রোগীদের আর্তনাত। হাসপাতালের পরিচালকরা বলছেন, রোগীদের সেবা দিতে গিয়ে ডাক্তার ও নার্সরা ক্লান্ত হয়ে পড়ছে। তারপরও মানুষ বিধি নিষেধ মানছেন না। এতে করে যে কোন ধরনের ভয়ংকর বিপর্যয় হতে পারে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
সুশীল বাতাসে আজ যেন দূষিত বিষের মিতালি। প্রাণের সঞ্জীবনে কোথাও যেন ছন্দ পতন। বাতাসে শুধু লাশে গন্ধ। চারিদিকে শুধু প্রিয়জনের বিদায়। তারপরও মানুষের অবচেতন মনে জাগ্রত হচ্ছে না চেতনা। কত প্রাণের বিনিময়ে এই জাগ্রত বোধের দাঁড় খুলবে তার কোন মাপকাঠি নেই বলে জানান করোনায় স্বজন হারানো পরিবারগুলো। তারা বলছেন, এখনো সময় আছে, নিজেকে সচেতন করার।
হাসপাতলের পরিচালকরা বলছেন, সাধ্যের সবটুকু দিয়ে সেবা দেয়া হচ্চে রোগীদের। তবে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ।
সচেতনা আর বিধি নিষেধ মেনে চলাই এখন বড় নিয়ামক, মনে করেন বিশেষজ্ঞরা।