সরকারিভাবে দাম বেঁধে দেয়ায় বগুড়ার বাজার থেকে হঠাৎ করেই আলু উধাও
- আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সরকারিভাবে দাম বেঁধে দেয়ায় বগুড়ার বাজার থেকে হঠাৎ করেই আলু উধাও। হিমাগারে পর্যাপ্ত মজুদ থাকলেও খুচরা ও পাইকারি বাজারে আলুর সরবরাহ কমে গেছে। এখনো চড়া দামেই আলু কিনতে ভিড় করছে ক্রেতারা।
এবারই প্রথম আলুর দাম ঠেকেছে ৫০ টাকা কেজিতে। এই লাগামহীন দাম নিয়ন্ত্রণে সরকার ৩৫ টাকা কেজি আলুর দাম বেঁধে দেয়। জেলা প্রশাসন দাম নিয়ন্ত্রণে অভিযান শুরুর পর বগুড়ার রাজা বাজারসহ বিভিন্ন বাজারে আলুর সরবরাহ কমেগেছে। অল্প কিছু দোকানে আলু পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। সরকারের বেধে দেয়া দামে কোথাও মিলছেনা আলু।
দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও অভিযান আরো বাড়ানো দরকার বলে দাবি ক্রেতাদের। আলুর সংকট নেই জানালেন হিমাগার মালিক। দাম নিয়ন্ত্রণে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে বলে জানালেন জেলা মার্কেটিং অফিসার। কৃষি বিভাগের হিসেবে, বগুড়ায় এবার ৫৬ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে সাড়ে ১২ লাখ মেট্রিক টন আলু। তথ্যমতে ৩৫ টি হিমাগারে এখন পর্যাপ্ত আলু মজুদ আছে।