সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে না : হাইকোর্টের রায় বহাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বিধান বাতিলই থাকবে। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া না দিয়ে এই সিদ্ধান্ত দিয়েছে চেম্বার আদালত। পাশাপাশি বিষয়টি শুনানির জন্য আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
এদিন চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এর আগে ২৫ আগস্ট সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪১ এর ১ ধারা বেআইনি, সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থি। বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।