সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে রাজি হচ্ছেনা ব্রাহ্মণবাড়িয়ার মিল মালিকরা
- আপডেট সময় : ০১:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ধানের দাম বেশি হওয়ায় সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে রাজি হচ্ছেনা মিল মালিকরা। চুক্তির মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানো হলেও বেশিরভাগ চালকল মালিক এখনো চুক্তি করেনি। এতে জেলায় সরকারের চাল সংগ্রহ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।
১৫ নভেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে চাল সংগ্রহ শুরু হয়েছে। এটি চলবে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলার ১০টি খাদ্য গুদামের জন্য ১৩ হাজার ৮৫৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিল মালিকরা সাড়া না দেয়ায় দ্বিতীয় দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এ পর্যন্ত জেলার দু’শ ৯১টি চালকলের মধ্যে মাত্র ৫৮টি চুক্তি করেছে।
মিল মালিকরা বলছেন, প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬ ও আতপের দাম নির্ধারণ করা হয়েছে ৩৭ টাকা। আর, খোলা বাজারে বিক্রি হচ্ছে ৪২/৪৩ টাকায়। সরকারি দামে চাল সরবরাহ করলে কেজিতে লোকসান হয় পাঁচ থেকে সাত টাকা। গত বোরো মৌসুমেও চাল সরবরাহ করে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে জানান তারা।
লোকসান না হলে চুক্তি করবে বলে জানায়, চালকল মালিক সমিতি।
চুক্তি সম্পাদনে ব্যর্থ মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায়, খাদ্য বিভাগ।
সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে যথাযথ উদ্যোগ নিতে হবে বলে মনে করে সংশ্লিষ্টরা।