সরকারি খাল দখলে প্রভাবশালীদের নাম বলতেও নারাজ চেয়ারম্যান
- আপডেট সময় : ১১:৩৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে সরকারি খাল দখল করে মাছ চাষ করেছেন স্থানীয় প্রভাবশালীরা। বাঁধ দিয়ে পানি আটকানোর ফলে মরতে বসেছে ইউনিয়নের খালগুলো। খাল দখলের কথা স্বীকার করে দ্রুত খাল অবমুক্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের একসময়ের প্রবাহমান বড় ভাইজোড়া খালটি এখন মৃতপ্রায়। স্থানীয়রা বলছে, মোংলা-ঘষিয়াখালী চ্যানেলের ড্রেজিংয়ের বালি ফেলে খালটির বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে প্রভাবশালীদের মাছ চাষ করার কারণে খালটির এমন দুরবস্থা
শুধুমাত্র এই খালই নয়, ইউনিয়নের ছোট ভাইজোড়াসহ অন্যান্য যেসব খাল রয়েছে, তার প্রায় সবগুলোর চিত্র প্রায় একই। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা দখল করে মাছ চাষ করছে খালগুলোতে। তবে কারা খাল দখল করে মাছ চাষ করছে তা জানতে চাইলে ভয়ে কারো নাম বলতে চান না স্থানীয়রা।
ইউনিয়ন পরিষদের সামনের খালটি প্রভাবশালীদের দখলে থাকলেও চেয়ারম্যানও নাম বলতে চান না কারো। তবে সরকারি সহযোগিতা পেলে খাল দখলমুক্ত করা সম্ভব বলে জানান তিনি।
দ্রুত বাঁধ ও পাটা অপসারণ করে খালগুলো অবমুক্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক।
দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের মধ্যে চলতে থাকা সরকারি খাল দখলের এই প্রতিযোগিতা বন্ধ হবে- এমনটাই প্রত্যাশা সবার।