সরকারি চাকরিতে প্রবেশের আগে ডোপ টেষ্ট বাধ্যতামূলক করা হবে
- আপডেট সময় : ০২:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে প্রবেশের আগে ডোপ টেষ্ট বাধ্যতামূলক করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে ডিআইইউতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
মাদক দ্রব্য অপববহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে মাদকদ্রব ও নেশা নিরোধ সংস্থা– মানস। বক্তারা মাদকের অপকারিতা ও সমাজে এর প্রকোপ বাড়ায় উদ্বেগ জানান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাদক এখন হোম ডেলিভারির মাধ্যমে বেচাকেনা হয়।মাদক নির্মূলে সামাজিক যোগাযোগ মাধ্যমকে নজরদারির আওতায় নেয়ার আহবান জানান তিনি। অপ সাংস্কৃতিক চর্চা, আইন প্রয়োগের পাশাপাশি সন্তানদের প্রতি পরিবারের আন্তরিক নজরদারি বাড়াতে হবে। এসময়ে তিনি আরো বলেন মেয়েরাও মাদকাসক্ত হয়ে পড়েছে, পথশিশুদের প্রতিও নরজদারি রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক মুক্ত করার ওপরও জোর দেন তিনি। মাদক আসক্তদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফেরাতে হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতকে ঢেলে সাজানো হয়েছে। বলেন, ভারত ও মিয়ানমার সিমান্তে মাদক নিয়ন্ত্রণে সেন্ছর বসানো হয়েছে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হওয়ার আহবান জানান তিনি।