সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই আপিল করবে রাষ্ট্রপক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই আপিল করবে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কার্যালয় থেকে জানা যায়, আপিলের জন্যে সব প্রস্তুতি নেয়া শেষ। দুপুরের মধ্যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে। এরই মধ্যে অ্যাডভোকেট অন রেকর্ডকেও দায়িত্ব দেয়া হয়েছে। ৯ম থেকে ১৩তম গ্রেড মুক্তিযোদ্ধাসহ বিদ্যমান কোটা নিয়ে ৭ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল মুক্তিযোদ্ধাসহ বিদ্যমান কোটা বাতিলসংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করেন।