সরকারি নির্দেশ অমান্য করে নেত্রকোণায় বালু উত্তোলন
- আপডেট সময় : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে। আর সরকারি নির্দেশনা অমান্য করে অবাধে চলছে ভিজা বালু পরিবহন।বালুভর্তি ট্রাকের পানি পড়ে নষ্ট হচ্ছে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক। ধুলায় নষ্ট হচ্ছে পরিবেশ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নেত্রকোনার পর্যটন সমৃদ্ধ সীমান্তবর্তী উপজেলা দূর্গাপুর। এখানে সাদামাটি, কয়লাসহ রয়েছে সোমেশ্বরীর বালু। যা উপজেলাবাসীর জন্য অনেকটাই আশীর্বাদ। প্রতিবছরের ন্যায় এ বছরেও ৫টি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনে ইজারা দিয়েছে জেলা প্রশাসন।
বালু উত্তোলনের করে অনেক অসহায় পরিবার দিন যাপন করছে। সরকারি বিধি অনুযায়ী উত্তোলনের কথা থাকলেও বাংলা ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নষ্ট হচ্ছে পরিবেশ। নিয়ম মেনে বালু উত্তোলনের দাবী স্থানীয়দের।
প্রতিদিন শত শত ট্রাকভর্তি বালু যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নিয়ম অনুযায়ী শুকনো বালু নেয়ার কথা থাকলেও ভিজা বালু পরিবহন করছে ব্যবসায়ীরা। ফলে ট্রাক থেকে পানি পড়ে বিটুমিন নষ্ট হয়ে ভেঙ্গে যাচ্ছে সড়ক।
ইজারার শর্ত মেনেই বালু পরিবহন করা হচ্ছে বলে দাবি করেন ইজারাদার।
পরিবেশ রক্ষায় নিয়মনীতি মেনে বালু উত্তোলনে প্রশাসনসহ সকলের প্রতি দাবী জানান পরিবেশবিদরা।
এলাকার পরিবেশ ও নদী রক্ষাসহ সবদিক বিবেচনা করে বালু উত্তোলন করতে হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঘোষণা নয়, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, এমনটিই প্রত্যাশা উপজেলাবাসীর।