সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো আইসিইউ আছে তা জানতে চেয়েছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে কতগুলো আইসিইউ আছে এবং কিভাবে বণ্টন হয় তা জানতে চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে হাসপাতালগুলোতে বেড ব্যবস্থাপনা ও মনিটরিংয়ে কি ব্যবস্থা নেয়া হয়েছে এবং এক্ষেত্রে হটলাইন কিভাবে কাজ করে তারও তথ্য জানতে চাওয়া হয়েছে। সকালে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের কাছে এ তথ্য জানতে চান।
এছাড়া করোনা রোগীর জন্য সারাদেশে কতটি আইসিইউ ও বেড বরাদ্দ করা হয়েছে তাও জানাতে বলা হয়েছে। বুধবারের মধ্যে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। ওইদিন পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য রাখা হয়েছে। বেসরকারি হাসপাতালের আইসিইউ সরকারের অধীণে অধিগ্রহণ করা এবং কেন্দ্রীয়ভাবে একটি ‘সেন্ট্রাল বেড ব্যুরো’ গঠন করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেয় উচ্চ আদালত। বিএসএমএমইউ হাসপাতালের ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আল মামুনের পক্ষে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী রোববার এ রিট করেন।