সরকারের অদূরর্দশীতার কারণে টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সরকারের অদূরর্দশীতার কারণে টিকা কূটনীতিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, উপহার নিয়ে টিকার চাহিদা মেটানো সম্ভব নয়। দুপুরে বনানীতে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুপুরে দলের গুলশান কার্যালয়ে সময়ের আয়নায় পল্লীবন্ধ বই এর মোড়ক উন্মোচন করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলের উপ নেতা বলেন, বিভিন্ন দেশ থেকে দেয়া উপহারের টিকা পেয়ে স্বস্তির ঢেকুর তুলছেন স্বাস্থ্যমন্ত্রী। অথচ ১৮ কোটি মানুষের টিকা পাওয়ার বিষয়টি এখনো সম্পূর্ণ অনিশ্চিত।
করোনা মোকিবালায় দেড় বছরে সরকার ১০ শতাংশ প্রস্তুতি গ্রহণেও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউ এবং গণহারে মৃত্যু ঠেকাতে অনতিবিলম্বে চিকিৱসা ব্যবস্থার উন্নয়নে মেগা প্রকল্প গ্রহন করার আহবানও জানান জিএম কাদের।