সরকারের ‘একলা চলো’ নীতিতে জনগণ করোনায় মারাত্মক ঝুঁকির মধ্যে :মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সরকারের ‘একলা চলো’ নীতির কারণে জনগণ করোনা ভাইরাসে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। গণতন্ত্র উদ্ধারে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে নিহত, গুম ও খুন হওয়াদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।
এসময় তিনি অভিযোগ করেন, করোনা মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ।
একদলীয় শাসন ব্যবস্থার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারি প্রস্তুতির অভাবে দেশের জনগণ রয়েছে ঝুঁকিতে।
সরকার করোনায় মৃত ও আক্রান্তের সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।