সরকারের গাফিলতির কারণে দেশে করোনার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সরকারের গাফিলতির কারণে দেশে করোনার ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
চিকিৎসা না পেয়ে করোনা রোগীরা রাস্তায় মারা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের মানববন্ধনে এসব কথা বলেন তিনি । এসময়, দেশে মানুষের পরিসংখ্যানের তুলনায় করোনা পরীক্ষা কম হচ্ছে দাবি করে মান্না বলেন, করোনা রোগীর যে পরিসংখ্যান গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, বাস্তবে এর চেয়ে অনেক বেশি রোগী আক্রান্ত এবং মারা যাচ্ছে। যেখানে প্রতিদিন লাখ রোগী পরীক্ষা করা দরকার, সেখানে ১০ হাজার রোগীর নমুনা পরীক্ষা করে দায় সারছে সরকার । এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিয়ে লুকোচুরি খেলছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।