সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তাদের নৈতিক ভিত্তি নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তাদের নৈতিক ভিত্তি নেই। এ কারণেই বেসামাল হয়ে পড়েছে দলের সবাই। জিয়ার মাজারে তিনি সাংবাদিকদের আরো জানান, সাম্প্রতিক নানান ঘটনা আর অনিয়মই প্রমাণ করে, জনগণের ভোটে এই সরকার নির্বাচিত নয়।
সকালে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, মধ্যবর্তী নির্বাচন কতটা জরুরি আলামত দেখলে বোঝা যায়। এ কারণেই মধ্যবর্তী নির্বাচনের জন্য যখন যা প্রয়োজন বিএনপি তাই করছে। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের অযোগ্য পরিচালনায় ঢাকা ৫ আসনে উপ নির্বাচন সুষ্ঠু পরিবেশ ছিলনা বিধায় জনগণ ভোট দিতে ভোট কেন্দ্র আসেনি বলেও অভিযোগ করেন ।