সরকারের জবাবদিহিতা নিশ্চিত করছে জাতীয় সংসদ : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের জবাবদিহিতা নিশ্চিতে জাতীয় সংসদ অগ্রণী ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে এ কথা জানান তিনি। জাতীয় সংসদের পাঁচ দশকের পথচলা মসৃণ ছিলো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৫০ বছরে বাংলাদেশের সংবিধানকে অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে।
এসময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দায়মুক্তিকে নৃশংসতম কালো অধ্যায় বলেও আখ্যায়িত করেন শেখ হাসিনা। সংসদে উপস্থাপিত প্রস্তাবে তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় সংসদ সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে জনগণের জীবনমান উন্নয়ন ও আশা-আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে অব্যাহতভাবে কার্যকর ও সক্রিয় ভূমিকা রাখছে।