সরকারের ধান-চাল সংগ্রহে সহযোগিতা না করলে ভিন্ন উপায়ে সংগ্রহ করা হবে : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সরকারের ধান-চাল সংগ্রহে সহযোগিতা না করলে প্রতিবেশি দেশকে অনুসরণ করে ধান-চাল সংগ্রহ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বিকেলে নওগাঁয় চলতি মৌসুমের ধান-চাল সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় রাজশাহী ও রংপুর অঞ্চলের খাদ্যকর্মকর্তা ও মিল নেতাদের সাথে বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। এ সময় অবৈধ মজুদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক মিলার সরকারকে চাল দিতে পারে না। অথচ তাদের গুদামে হাজার হাজার টন ধান মজুদ থাকে। এসব মিলারদের বিরুদ্ধে সরকার বরাবরের মতই সোচ্চার থাকবে বলেও জানান মন্ত্রী।