সরকারের নতজানু নীতির তীব্র সমলোচনা করে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সরকারের নতজানু নীতির তীব্র সমলোচনা করে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জানান বাসদ নেতারা।
সকালে রংপুরের শাপলা চত্বরের সমাবেশে এ দাবি জানান বাসদ নেতাকর্মীরা । সমাবেশে বক্তারা আরো বলেন, ভারতের একতরফা নীতির কারণে তিস্তা আজ পানিশূন্য। ফলে হুমকিতে কয়েক লাখ মানুষের জীবন জীবিকা। সমাবেশ শেষে ডিমলার অভিমুখে যাত্রা শুরু হয়। তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে সমাবেশ করেছে বাসদ। এর আগে ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নীলফামারীর ডিমলা অভিমুখে লংমার্চ শুরু করে দলটি। ২০ মার্চ বগুড়ায় সমাবেশ করে দলটি।