সরকারের নয় ব্যর্থতার জন্য বিএনপির সব নেতারই পদত্যাগ করা উচিত : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সরকারের নয়, ব্যর্থতার জন্য বিএনপির সব নেতারই পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া বিএনপিকে করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দায়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
মঙ্গলবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে সমাধীতে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে তিনি বলেন, শেরে বাংলা একে ফজলুল হকের রাজনীতির মূল মন্ত্র ছিলো সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করা।
করোনার এই পরিস্থিতিতেও সরকারের পদত্যাগ চেয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তিনি।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন গণমাধ্যম সংগঠনকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে বিএনপির সমালোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।