সরকারের বিরুদ্ধে বরাবরের মতো মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় এত কর্মসূচি থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে বরাবরের মতো মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর টিকা না নিয়ে ১৮ বছরের বেশি বয়সের কেউ রাস্তায় বের হলে শাস্তি পেতে হবে, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় অংশ নেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগস্ট মাস এলেই তাদের গাত্রদাহ আরও বেড়ে যায়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণটিকা কার্যক্রম সফল করতে সংগঠনের সকল নেতাকর্মীদের কাজ করতে হবে।
এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে নবারুণ ও সচিত্র বাংলাদেশ পত্রিকার বঙ্গবন্ধু সংখ্যা উম্মোচন অনুষ্ঠানে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।