সরকারের বেঁধে দেয়া দামে বাজারে মিলছে না আলু, পেঁয়াজ, ডিম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
লাগাম টেনে ধরা যাচ্ছে না বাজারের। সরকারের বেঁধে দেয়া দামে বাজারে মিলছে না আলু, পেঁয়াজ, ডিম। বাজার নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগের পরেও বাজারে এর প্রভাব নেই। নিত্যপণ্যের দাম নিয়ে দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছে সাধারণ মানুষ।
লাগামহীন দাম বৃদ্ধির কারণে সরকার কিছুদিন আগে পেঁয়াজ ৬৫, আলু ৩৬ আর ডিম ১২ টাকা নির্ধারণ করে। কিন্তু সেই দামে বগুড়ার কোথাও মিলছে না এসব পণ্য। যদিও নির্ধারিত দামে পণ্য বিক্রি করতে হিমাগার আর আড়তে দফায় দফায় অভিযান চালাচ্ছে প্রশাসন। চলছে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক।
ক্রমাগত নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে কষ্টে আছেন সাধারণ মানুষ। বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান জেলা মার্কেটিং অফিসার।
ব্যবসায়ীরা বলছেন,পাইকারি বাজারে দাম না কমার কারণে খুচরা বাজারেও দাম কমানো যাচ্ছে-না।