সরকার আবারও ৭৫’র মতো বাকশাল কায়েম করতে চায় : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মানুষের মৌলিক অধিকার হরণ করে আবারও ৭৫’র মতো সরকার বাকশাল কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বিএফইউজে এবং ডিইউজে আয়োজিত কর্মসূচিতে তিনি আরও বলেন, জনগণের বাক স্বাধীনতা হরণ করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। এই আইনের মাধ্যমে গণতন্ত্রকামী সাংবাদিক এবং জাতীয়তাবাদী নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার। রিজভী বলেন, সরকার সংলাপের নামে জনগণের সাথে তামাশা করছে। সরকারের ইচ্ছের প্রতিফলনেই গঠিত হবে নির্বাচন কমিশন। তিনি অভিযোগ করেন, ক্ষমতার ধরে রাখতে খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না সরকার।