সরকার উৎখাতে মানুষ হত্যার আন্দোলন হতে পারেনা : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের নামে মানুষ হত্যা আন্দোলন হতে পারে না। জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত বিএনপি-জামায়াতের ‘ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের’ প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সরকার বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামায়াতে সন্ত্রাসী তাণ্ডবের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবী জানান নিহতদের স্বজনরা।
বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এই সভায় যোগ দিয়েছেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ মানবাধিকার কর্মীরা। এসময় ২০১৩, ২০১৪, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে বিএনপি জামায়াতের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অডিও ভিজুয়্যাল ক্লিপ প্রদর্শন করা হয়।
পরে নিহত ও আহতদের স্বজনদের খোঁজ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জড়িতদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব সহায়তা দেয়ার আশ্বাসও দেন সরকার প্রধান।