সরকার খালেদা জিয়ার জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে : ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ১৮২৫ বার পড়া হয়েছে
সরকার বেগম খালেদা জিয়ার জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব নয়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরে যাওয়া জাতির জন্য লজ্জার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
গুলশান অফিসে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারিরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের উচিত এই মুহূর্তে বেগম জিয়াকে নি:শর্ত মুক্তি দেয়া । তবে এ নিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। বিএনপি মহাসচিব জানান, দেশে বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা সম্ভব নয় । সরকার মুক্তি দিলে দলের খরচে তার চিকিসার ব্যবস্থা করা হবে। কোটা ও পেনশন স্কীম নিয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে বিএনপির কোন ইন্ধন নেই। তবে আন্দোলন যৌক্তিক । এদিকে, বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় ওলামা দলের মিলাদ মাহফিলে যোগ দেন রুহুল কবির রিজভি। তিনি বলেন, দেশকে লুটপাটের স্বর্গ রাজ্যে পরিণত করেছে সরকার।