সরকার গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে: ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
সরকার গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিক বিশ্বও মনে করে দেশে গণতন্ত্র নেই। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে সাংবাদিকসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশের গণমাধ্যম: দু:শাসনের দেড় দশক শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি।
এতে অংশ নেন দেশী-বিদেশী গণমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও বিএনপি ও তাদের শরীক দলের শীর্ষ নেতারা।
পনেরো বছরে সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরেন ভুক্তভোগীরা।
গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে নানা পরামর্শ দেন সিনিয়র সাংবাদিক ও রাজনীতিবিদরা।
গণতন্ত্র উদ্ধারে রাজনীতিকরা রাস্তায় নেমেছে, গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনতে সাংবাদিকদের মাঠে নামার আহবান জনান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব অভিযোগ করেন, দেশটাকে নষ্ট দেশে পরিণত করেছে আওয়ামী সরকার।
গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়, উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।