সরকার গণতন্ত্র ধংস করে মুক্তিযুদ্ধকে ফাঁসি দিয়েছে : আ স ম আব্দুর রব
- আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সরকার গণতন্ত্র ধংস করে মুক্তিযুদ্ধকে ফাঁসি দিয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। সকালে প্রেসক্লাবে গনতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, অসাংবিধানিক সরকার রাষ্ট্রের জন্য বড় হুমকি।
আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উন্নয়নের নামে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে সরকার। রিফাত শিশিরের প্রতিবেদন। স্বাধীনতার ঘোষণাপত্র দিবসে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে সাত দলীয় জোট গনতন্ত্র মঞ্চ।
আলোচনায় অংশ নিয়ে গনসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন,গণমাধ্যমের উপর নির্যাতন করে সরকার নিজেই স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশ্বকে উন্নয়ন দেখাতে গিয়ে সরকার সাধারন মানুষকে অর্থনৈতিকভাবে দিশেহারা করেছে জানিয়ে নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ঐক্যবদ্ধ্ আন্দোলনের মাধ্যমে সরকারকে প্রতিহত করতে হবে।
প্রধান অতিথি জেএসডি সভাপতি বলেন, গনতন্ত্রে বিশ্বাস করে না বলেই,অসাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ্য হতে হবে বলেও জানান আ স ম আব্দুর রব ।