সরকার তার নীল নকশা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে নির্যাতন করছে : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৮২২ বার পড়া হয়েছে
বর্তমান সরকার তার নীল নকশা বাস্তবায়নের জন্য খালেদা জিয়াকে নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর উওরায় পথচারীদের মাঝে পানি খাবার স্যালাইন বিতরণ কর্মসুচিতে তিনি এ অভিযোগ করেন। শেখ হাসিনা পর আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবে এমন প্রশ্ন তোলেন বিএনপির এই শীর্ষ নেতা। ডান ডানপন্থী-বামপন্থী কোন দল নয়, জনগণই সরকারকে ক্ষমতাচ্যুত করবে বলে হুঁশিয়ারি করেন রিজভী। বলেন, বিএনপি নয় আওয়ামী লীগের লোকেরা বিদেশে পাড়ি দিচ্ছে। উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গা সরকারি লোকদের দখলে। সরকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য কোন আগাম ব্যবস্থা নেয়নি, চলমান তাপদাহ তার বড় প্রমাণ বলে দাবি করেন রিজভী।