সরকার ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে : কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চালের দাম কমানো যাচ্ছে না বলে সরকার ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা বলেন। উৎপাদন, চাহিদা ও মজুদের পরিসংখ্যান নিয়ে সরকার অস্বস্তিতে আছে বলে মন্তব্য করেন তিনি।
আগামী দুই বছরে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধানের আবাদ বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান । কমিটি শিগগিরই হাইব্রিড ধানের আবাদ বাড়ানোর উপায় নিয়ে রিপোর্ট দেবে। কৃষিমন্ত্রী আরও বলেন, শিল্পায়ন ও ঘর-বাড়ি তৈরিতে কৃষিজমি নষ্ট হচ্ছে। তাই চাল আমদানি করতে হচ্ছে। এছাড়া, দানা জাতীয় খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা চলছে বলেও জানান ড. আবদুর রাজ্জাক।