সরকার নির্ধারিত দামে ডিম বিক্রিতে নারাজ দিনাজপুরের ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে অস্থির ডিমের বাজার। সম্প্রতি সরকার ডিমের খুচরা মূল্য নির্ধারণ করে দিলেও মানছেন না বিক্রেতারা। দুষছেন খামারীদের। এদিকে প্রশাসন বলছে, স্বল্প জনবল দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
দিনাজপুর শহরের বাহাদুরবাজারের ডিমের পাইকারি বাজারের দৃশ্য এটি। ডিমের দোকানগুলোতে ডিমের স্তুপ দেখে মনে হয় বাজারে ডিমের যোগানে কোন ঘাটতি নেই। তবুও সরকারের বেধে দেওয়া দামে ডিম বিক্রি করছে না বিক্রেতারা। ক্রেতাদের অভিযোগ প্রতিহালি ডিমে সরকারের বেদে দেওয়া দামের চেয়ে চার থেকে পাঁচ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা।
বিক্রেতারা বলছেন বাগানে বাজারে ডিমের যোগান কম। খামারিদের কাছ থেকে তাদের বেশি দামে ডিম কিনতে হচ্ছে। যে কারণে সরকারের বেঁধে দেওয়া রেটে ডিম বিক্রি করতে পারছেন না।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের টানাপড়নে ভুগছে জনগণ। সকল শ্রেণী পেশার মানুষের কাছে ডিম একটি অপরিহার্য খাদ্য। অথচ ডিমের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।
ভোক্তা অধিকারের অধিদপ্তরের দাবি, একজন অফিসার ও একজন অফিস পিয়ন দিয়ে জেলার ১৩ টি উপজেলার ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
জেলায় ডিমের বার্ষিক চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।