সরকার পতনের চলমান আন্দোলনে পরিবর্তন আনবে বিএনপি : ড. মঈন খান
- আপডেট সময় : ০১:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
সরকার পতনের চলমান আন্দোলনে পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। আন্দোলনের কৌশল ও ভিন্নতা নিয়ে চলছে বিশ্লেষণ। দলের হাই কমান্ডের পাশাপাশি জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গেও চলছে আলোচনা। এসএ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি জানান, জামায়াতসহ আন্দোলনের শরিক দলগুলোর সাথে আলোচনা করেই ঠিক হবে কর্মসূচি। নেতৃত্ব পরিবর্তন ধারাবাহিক প্রক্রিয়া অভিহিত করে মঈন খান বলেন, দল চাইলে গণতান্ত্রিক উপয়ে পরিবর্তন আসবে।
নির্বাচন পরবর্তী আন্দোলন নিয়ে ঢিমেতাল থাকলেও রোজার মাসে ঘুরে দাঁড়ায় বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরীক দলগুলো। দীর্ঘদিন দূরত্বে থাকা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিএনপি ও সমমনাদের ইফতার মাহফিলে দেখা মেলে।
এসব ইফতারে যোগ দিয়ে জামায়াতে আমির বলেন, বিএনপি সাথে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন চালিয়ে যাবে তার দল।
তা হলে কি আবার জামায়াতের সাথে সরকার পতনের আন্দোলন ঐক্যবদ্ধভাবে মাঠে নামছে বিএনপি? এমন প্রশ্নে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন,শুধু জামায়াত নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সাথে আলোচনা চলছে।
৭ জানুয়ারি জনগণ ভোট বর্জন করেছে বিএনপি এমন দাবি করলেও সরকারকে নির্বাচন থেকে দুরে রাখতে পারেনি। এমন বাস্তবতায় আন্দোলনে কি পরিবর্তন আনা হবে এ বিষয়ে কথা বলেন তিনি।
২৮ অক্টোবরের মহাসমাবেশের পর বিএনপি’র নেতৃত্ব নিয়ে সমালোচনা হয়। প্রশ্ন ওঠে পরিস্থিতি সামাল দিয়ে চূড়ান্ত লক্ষ্য অর্জনে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে। এ এক্ষেত্রে দলের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দেননি বিএনপির এই শীর্ষ নেতা।
তবে সবকিছু হবে দল চাইলে এবং গণতান্ত্রিক উপায়ে বলেও জানান ড. মঈন খান।