সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দ্রুত খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
মির্জা ফখরুল আরো বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে মাওলানা ভাসানীর সব স্মৃতি অবহেলিত হয়ে পড়ে আছে। সভায়, খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে আইনমন্ত্রীর ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতারা।