সরকার পদত্যাগ না করলে পালানোর পথ খুঁজে পাবেনা : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সংবিধান লঙ্ঘন করে জনগণের ভোটাধিকার হরণের দায়ে সরকার পদত্যাগ না করলে পালানোর পথ খুঁজে পাবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন তিনি। সকালে প্রেসক্লাবে করোনা ও ডেঙ্গুর হেল্প সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অসহায়-দুস্থদের চিকিৎসায় বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপি’র এই শীর্ষ নেতা, দলীয় নেতাকর্মীদের ওপর সরকারের দমন-পীড়ন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে ফেলার অভিযোগ করেন।
জনগণের ভোটাধিকার হরণের অপরাধে সরকারকে কড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি’র জনসমর্থন দেখে সরকারের হৃৎকম্প শুরু হয়ে গেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।