সরকার প্রচারিত করোনায় আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা জনগণ বিশ্বাস করে না: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলার নামে জাতিকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়াকে ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার প্রচারিত করোনায় আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা জনগণ বিশ্বাস করে না বলেও দাবি করেন তিনি। দুপুরে গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদেরের করা নানা মন্তব্যের সমালোচনা করেন তিনি।
রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের করোনা পরিস্থিতিতে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করে দলটির মহাসচিব।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, করোনা মোকাবিলার নামে সরকারের নানা পদক্ষেপ জনগণের স্বার্থের বিপরীতে চলে যাচ্ছে।
জাতীয় গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ না করে, বিএনপিকে নিয়ে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের নানা বক্তব্যের সমালোচনা করেন দলটির মহাসচিব।
করোনায় আক্রান্ত ও মৃতের ব্যাপারে সরকারের প্রচারিত তথ্য সঠিক নয় বলেও দাবি করেন মির্জা ফখরুল।