সরকার বিরোধী বিক্ষোভ দমাতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি
- আপডেট সময় : ০৩:৩৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সরকার বিরোধী বিক্ষোভ দমাতে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত সরকারি গেজেটে প্রেসিডেন্ট বলেছেন,‘জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরবরাহ ও প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিতের স্বার্থে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জরুরি অবস্থার মধ্যে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ বা বিক্ষোভ করলে তাকে গ্রেফতার করে বিচার ছাড়াই দীর্ঘমেয়াদে আটকে রাখার আইনি ভিত্তি পাবে দেশটির সেনাবাহিনী।এর আগে অর্থনীতি ধসে পড়ায় সরকারকে দায়ী করে বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট রাজাপাকসের বাসভবনের বাইরে বিক্ষোভ শুরু করে মানুষ। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। আটক হয় ৪৫ জন। পরিস্থিতি রাতেই কলম্বো উত্তর, দক্ষিণ, কলম্বো সেন্ট্রালসহ কয়েকটি শহরে জারি করা হয় কারফিউ জারি। পরে তা তুলেও নেয়া হয়। বিদ্যুৎ, গ্যাস, পানি ও তীব্র খাদ্য সংকট এবং প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ নানা সমস্যার বেড়াজালে আটকা পড়েছে শ্রীলঙ্কার মানুষ।