সরকার যখন যে দায়িত্ব দেবে সেনাবাহিনী তা পালনে প্রস্তুতঃ সেনাপ্রধান

- আপডেট সময় : ০৫:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনা মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ সরকার যখন যে দায়িত্ব দেবে, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তা পালনে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারী একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৭৮তম দীর্ঘমেয়াদি কোর্স এবং ৫৩ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে তিনি একথা বলেন। সেনাপ্রধান জানান, সেনাবাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ১৫৭ জন সদস্য এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরও সবার মনোবল চাঙ্গা আছে। তারা করোনা মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে প্রস্তুত আছে। সেনা সদস্যদের সুরক্ষায় সব কটি সিএমএইচের সক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। এবার কুচকাওয়াজের মাধ্যমে ২৫৫ জন অফিসার কমিশন লাভ করেন। যার মধ্যে ২৩১ জন পুরুষ ও ২৪ জন নারী অফিসার। এসব অফিসার সেনাবাহিনীর চলমান অপারেশন ‘কোভিড শিল্ড’-এ উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলেও আশা সেনাপ্রধানের। এবছর সব বিষয়ে কৃতিত্ব দেখিয়ে ব্যাটলিয়ন সিনিয়র আন্ডার অফিসার তামিম আহমেদ সোর্ড অব অনার লাভ করেন। এছাড়া সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মারুফ হাসান সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক লাভ করেন। এর আগে বেলা ১১টায় বিএমএ প্যারেড গ্রাউন্ডে নবীন ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন সেনাপ্রধান।