সরকার লুটপাটের জন্য ঋণ করে ঘি খাওয়ার বড় বাজেট দিয়েছে : আমির খসরু
- আপডেট সময় : ১০:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
সরকার লুটপাটের জন্য ঋণ করে ঘি খাওয়ার বড় বাজেট দিয়েছে দাবি করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে দুর্নীতির পৃষ্ঠপোষকতায় নিয়ে সরকার এবারের বাজেট তৈরি করেছে। এতে মূল্যস্ফীতি আরো বাড়বে। রাজধানীর বনানীতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। সরকার নাকি আইএমএফ নির্দেশিত এই বাজেট- সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজনৈতিকভাবে সমাধান না হলে দেশের সংকট দূর করা সম্ভব নয়।
জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেটে ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। যা মেটানো হবে দেশী-বিদেশী ঋণে।
নতুন অর্থবছরের বাজেট নিয়ে বনানীর বাসভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের আর্থিক সংকট তুলে ধরে বলেন, দেশে ঋণের অর্থনীতি কায়েম করে লুটপাটের মডেল সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। আগামী প্রজন্মকেও এ লুটপাটের দায় বইতে হবে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকদের লুটপাটের জন্যই ঋণ-নির্ভর বিশাল ঘাটতি বাজেট করা হয়েছে।রাজনৈতিকভাবে সমাধান না হলে দেশের আর্থিক সংকট দূর করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রয়োজন জবাবদিহি মূলক সরকার।