সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে : মঈন খান
- আপডেট সময় : ০২:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
যেমন তেমন ভোটার উপস্থিতি সাজিয়ে, বিদেশের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ সরকার বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে। সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। মঈন খান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারনামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর গুলশান নিজ বাসভবনে দলের স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি অভিযোগ করেন, সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।
সংবিধান লঙ্ঘন করে ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও চাপ দেয়ার অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ভাতাকার্ড ও ভোটার আইডি কার্ড বাতিলের হুমকি দেয়া হচ্ছে।
এক ব্যক্তির ইচ্ছায় নির্বাচন হচ্ছে, ১২ কোটি ভোটারের ফলাফলও এক ব্যক্তির ইচ্ছায় নির্ধারিত হয়ে আছে বলেও মন্তব্য করেন ড. মঈন খান।