সরকার ১৭ লাখ টন ধান ও চাল কিনবে : খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বোরো মৌসুমে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ১৭ লাখ টন ধান ও চাল কিনবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, এরমধ্যে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন খাদ্যমন্ত্রী। একই সঙ্গে ৩৪ টাকা দরে ৫০ হাজার টন গম কেনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। খাদ্যমন্ত্রী আরও জানান, সভায় প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা। গত বছর ধানের সংগ্রহমূল্য ছিল ৩০ টাকা ও চালের সংগ্রহ মূল্য ছিল ৪৪ টাকা। আগামী ৭ মে থেকে ধান-চাল কেনা শুরু হবে উল্লেখ করে, সংগ্রহ কার্যক্রম ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান খাদ্যমন্ত্রী।