সরবরাহ বাড়ায় বাজারে কমছে শীতের সবজির দাম
- আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ২০৬৮ বার পড়া হয়েছে
সরবরাহ বাড়ায় বাজারে শীতের সবজির দাম কমতে শুরু করেছে। দীর্ঘ সময় পর ক্রেতাদের জন্য এটা নতুন সুখবর। তবে পেঁয়াজ-আলু নিয়ে বিরাজ করছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে দেশী পেঁয়াজের দাম। আবারও অস্থির চালের বাজার। মোটা চাল কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা। আলু আমদানি ও চিনিতে শুল্ক কমালেও কমেনি দাম। বাজার পরিস্থিতিতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা দুষছেন পাইকার ও সিন্ডিকেটকে।
আলু-পেঁয়াজের চড়া দামে অস্থির বাজার। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় পণ্য ঘাটতির কারণে সংকট কাটছে না বাজারে। বাজার ঘুরে দেখা যায় আলুর কেজি ৫৫ থেকে ৬০ টাকা, আর দেশি পেঁয়াজের কেজি ১৩০ থেকে ১৪০ টাকা। আলু-পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিক্রেতারা দুষলেন পাইকার ও মজুতদারদের। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায়, বাজারে এসে চাহিদা মতো পণ্য কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা।এদিকে, তেল, আটা-ময়দা উচ্চমূল্যে স্থিতিশীল থাকলেও বেড়েছে চালের দাম। দোকানিরা বলছেন, অবরোধের কারণে গাড়ি না আসায় দাম বেড়েছে চালের।
বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করায় কিছুটা কমেছে সবজির বাজার। কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে কয়েকটি সবজির দাম। তবে এখনো নিন্ম আয়ের মানুষের নাগালে আসছে না সবজি। এদিকে, গরু-খাসির মাংসের আগের দামেই বিক্রি হচ্ছে। তবে মাছের বাজার চড়া। দেখা মিলছে থরে থরে ইলিশের। বরাবরের মতো নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানান সাধারণ ক্রেতারা।