সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় গাফফার চৌধুরীর চিরবিদায়
- আপডেট সময় : ০৭:৩৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরবিদায় নিলেন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী। রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে, তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেয়া হয় গর্ড অব অনার। সকালে লন্ডন থেকে মরদেহ ঢাকায় আনার পর গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গানের কথার মতই সমগ্র জাতি কখনোই ভুলতে পরবে না কালজয়ি অমর একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীকে। বার্ধক জনিত রোগে ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা।
সকাল ১১ টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ দেশেআনা হয়।
হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
বিমানবন্দর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
প্রথমে রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো শেষে, গার্ড অপ অনার জানানো হয় এই গুনি লেখককে।
এরপরই লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, সাস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন আব্দুল গাফফার চৌধুরী।
স্মৃতি চারন করেন বিশ্ববিদ্যাল শিক্ষক ও সাস্কৃতিক ব্যক্তিরাও..
বিকেল সোয়া তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং পরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্টিত হয় নামাজে জানাযা।
পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা কালজয়ী লেখককে।
অমর গান ও সৃষ্টিকর্মের মধ্যদিয়ে বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন স্বাধীনতাও একুশে পদকপ্রাপ্ত আবদুল গাফ্ফার চৌধুরীর।