সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে : প্রধান বিচারপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১৭৯৭ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বর্তমান রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে একটি গতিশীল জুডিশিয়ারি তৈরি করতে কাজ করছে সবাই।
হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দেশকে আরও গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। সুপ্রিম কোর্টে গেলো বছর ১৫৫টি ডেথ রেফারেন্স কেস নিষ্পত্তি হয়েছে। বর্তমানে নতুন মামলার চেয়ে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা বেশি, যার কারণে সর্বোচ্চ আদালতে মামলার জট অনেকটাই কমেছে। বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর এসব কথা বলেন তিনি। এর আগে শেরপুরের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।