সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদে চাষীদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রনোদনা
- আপডেট সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
করোণার প্রাদুর্ভাব থেকে দেশের কৃষি খাত সুরক্ষায় সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ও মাঝারি চাষীদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রনোদনা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কৃষি শ্রমিকদের যাতায়াত ও কাজের ক্ষেত্রে সহযোগিতার নির্দেশ দেন। সকালে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে আলাপকালে এসব বলেন প্রধানমন্ত্রী। এসময়, করোণা আক্রান্তদের চিকিৎসায় হাসপাতালগুলোতে আইসিইউর সংখ্যা বাড়ানোর কথা জানান শেখ হাসিনা।
করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান সরকারি কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে, গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশ্বিক এই সংকট মোকাবেলায় সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে সচেতনতার সাথে তা মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশবাসীকে নিরাপদ রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নৌ ও স্থলবন্দর দিয়ে যারা দেশে প্রবেশ করবে, তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন তিনি।
আসন্ন পহেলা বৈশাখে লোক সমাগম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। প্রতিদিন হাট-বাজার খোলা না রেখে, সপ্তাহে নির্দিষ্ট দিন লোকালয় থেকে নির্দিষ্ট দূরত্বে বাজার প্রতিস্থাপনের পরামর্শ দেন তিনি।
আসন্ন বাজেটে কৃষিখাত সুরক্ষায়, ৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেয়ার কথা জানিয়ে কৃষকদের জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ সুদে পাঁচ হাজার কোটি টাকা প্রনোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
পরে, খুলনা ও বরিশাল বিভাগের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়।