সর্বোত্তম গ্রাহক সেবা এবং আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা এসএ এগ্রো ফিডস্ লিমিটেডের
- আপডেট সময় : ০৩:৩৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
সর্বোত্তম গ্রাহক সেবা এবং আন্তর্জাতিক মান বজায় রেখেই পণ্য উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে এসএ এগ্রো ফিডস্ লিমিটেড। এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। রাজধানীর গুলশানে এসএ টিভি কার্যালয়ে এসএ এগ্রো ফিডসের বিক্রয় ও বিপণন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, বৈশ্বিক সংকটে কাঁচামালের মূল্যবৃদ্ধি– উৎপাদিত পণ্যের দামের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
“নিরাপদ ফিড, স্বাস্থ্যকর প্রোটিন” এমন শ্লোগানকে ধারণ করে খুব অল্প সময়ের ব্যবধানে আন্তর্জাতিক মানের পোল্ট্রি, ক্যাটল এবং ফিস ফিড উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করেছে এসএ এগ্রো ফিডস লিমিটেড।
পরীক্ষামূলক উৎপাদনে থাকা এসএ গ্রুপ অব কোম্পানিজের এই অঙ্গ প্রতিষ্ঠানটি শনিবার মতবিনিময় সভার আয়োজন করে গুলশানের এসএ টিভি কার্যালয়ে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক শেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেরন এসএ এগ্রো ফিডস লিমিটেডের চেয়ারম্যান এবং এসএ গ্রুপ অব কোম্পানিজের পরিচালক নুর-এ আলম রুবেল।
এসময় মাঠ পর্যায়ে প্রতিষ্ঠানটির উন্নত মানের ফিডের গ্রহণযোগ্যতা এবং গ্রাহকদের সন্তুষ্টির কথা তুলে ধরেন উপস্থিত বিক্রয় ও বিপণন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যে কোন মূল্যে উৎপাদিত পণ্যের মান ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে কাঁচামালের মূল্যবৃদ্ধি– বর্তমানে দেশীয় পণ্যের দাম বাড়ার পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিতের পাশাপাশি আরো বেশী গ্রাহকের কাছে এসএ এগ্রো ফিডসের পণ্যসামগ্রী পৌছে দিতে সবাইকে একযোগে কাজ করার নির্দেশও দেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।