সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য শুরু হয়েছে দু’ দিনের আয়কর মেলা
- আপডেট সময় : ০২:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৮৬৮ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য রাজধানীর সেনা মালঞ্চে শুরু হয়েছে দু’ দিনব্যাপী আয়কর মেলা। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর এবং তথ্য সেবা মাসের অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করেছে কর অঞ্চল-৯।
মেলা চলবে বুধবার পর্যন্ত। এ মেলার মাধ্যমে নিজ কর্মস্থলের পাশে সহজেই আয়কর এবং রিটার্ন জমাসহ বিভিন্ন করতথ্য সেবা পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
সেনানিবাসের সেনা মালঞ্চে আয়োজিত আয়কর ও রিটার্ন জমা দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য শাহীন আক্তার।
মেলার বিভিন্ন বুথ ঘুরে তিনি জানান, এবার আয়কর দাখিলের প্রক্রিয়া আরো সহজ ও কাছাকাছি হওয়ায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কর প্রদানে উৎসাহ বেড়েছে।
সশস্ত্র বাহিনীর প্রশাসন ও ব্যবস্থাপনা পরিদপ্তরের কর্নেল আজমল হোসেন খান জানান, এ আয়োজনের মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী কর প্রদানের মাধ্যমে দেশ উন্নয়নে আরো ভুমিকা রাখতে পারবেন।
১৫টি বুথ সম্বলিত ওয়ান স্টপ আয়কর রিটার্ন সার্ভিসসহ মুক্তিযোদ্ধা ও নারীদের জন্যে আলাদা সুবিধা নিয়ে আয়োজিত এ মেলা চলবে বুধবার পর্যন্ত।