সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সাতদিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করে সেনা, নৌ ও বিমান বাহিনী। উদ্বোধনের পর সমরাস্ত্র প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী ।
ঘড়ির কাটায় বেলা পৌনে বারোটা। রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরের জাতীয় প্যারেড গ্রাউণ্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধনী আনুষ্ঠান। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর ৭ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর কাছে পুরো আয়োজনের সংক্ষিপ্ত সার তুলে ধরেন সেনা কর্মকর্তারা। এসময় মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ আয়োজন অপ্রতিরোধ্য বাংলাদেশ উপোভোগ করেন প্রধানমন্ত্রী। এসময় সরকার প্রধানের ভূমিকায় অভিনয়কারিকে অভিনন্দন জানান দর্শক সারিতে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্ত মঞ্চের উত্তর পার্শ্ব দিয়ে বিমান বাহিনীর প্যারাট্রুপারদের মনোজ্ঞ ফ্লাই পাস উপভোগ করেন শেখ হাসিনা। পরে ৩ বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ শীর্ষক প্রদর্শনীতে বঙ্গবন্ধুর নবনির্মিত ম্যুরাল দেখেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রদর্শনীও ঘুরে দেখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যেখানে তুলে ধরা হয়, জাতির পিতা শেখ মুজিবর রহমানের আপোষহীন সংগ্রাম, দূরদর্শী নেতৃত্ব এবং স্বাধীন বাংলাদেশের গৌরোবোজ্জল অভ্যুদয়ের ইতিহাস। আইএসপিআর জানায়, প্রদর্শনীটি আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।