সশস্ত্র বাহিনীর সহায়তায় সাত ঘন্টা পর ঢাকার বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৭:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৭৯০ বার পড়া হয়েছে
ঈদের আগে ভয়াবহ আগুনে পুড়ে গেছে দেশের পোশাকের অন্যতম বড় মার্কেট- ঢাকার বঙ্গবাজার। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনা বাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিটের সাত ঘণ্টার চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তার আগেই বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.হাম্মদ মাইন উদ্দিন। ক্ষয়ক্ষতি দুই হাজার কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারের এনেক্স মার্কেটের পাশের টিনশেড মার্কেটটিতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে আশপাশের কয়েকটি মার্কেটে। পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকেও ছড়িয়ে পরে আগুন।
৬টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ঢাকার সব ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে। প্রচন্ড আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এমন পরিস্থিতিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও কয়েক ইউনিট। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ৫০টি ইউনিট।
আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণে হিমশিম খায় ফায়রা সার্ভিস। পরিস্থিতি সামল দিতে যোগ দেয় সেনা, বিমান ও নৌ বাহিনীর ফায়ার ইউনিট ।
বঙ্গবাজারের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুরের পানি দিয়ে আগুণ নেভানোর চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। এতোও আগুণ নিয়ন্ত্রণে না আসায়, সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি এনে ছিটানো হয় ঘটনাস্থলে।
কিছুতেই যেনো কমছে না আগুলের ভয়াবহতা। দ্রুত তা ছড়িয়ে পরে বঙ্গবাজারের আশপাশের অন্তত ৪টি ভবনে। অনেকেই তাদের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা করলেও শেষমেশ হয়ে ওঠেনি। বঙ্গবাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে গেছে সব দোকান। সারাজীবনের সঞ্চয় এক নিমেষেই শেষ।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, সাধ্যমতো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রনে কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
আগুন লাগার প্রকৃত কারণ জানাতে না পারলেও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।